
‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশব্যাপি সনাতন ধর্মাবলম্বীরাদের মন্দিরে হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
রবিবার বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা বড় বাজার চত্বরে এই মিছিল সমাবেশ করে। মন্দিরের মূর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ধর্ষণ ও হত্যাসহ সকল সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এই সমাবেশ করেন সম্মিলিত সনাতনী সমাজ, চুয়াডাঙ্গা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও চুয়াডাঙ্গা পূজা উদ্যাপন পরিষদরে সকল সদস্যগণ। সনাতন ধর্মের মন্ত্র পাঠ করে চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মন্দির থেকে এক প্রতিবাদ মিছিল করতে করতে চুয়াডাঙ্গা বড় বাজারের চত্বরের এসে মিছিলটি শেষ করে। এরপর প্রতিবাদ মিছিল সভা শুরু করে। সভার শুরুতে দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সাধারণ শিক্ষার্থী নিহত-আহত ও শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শুরু হয় হামলার প্রতিবাদে বক্তব্য।
বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীরা বলেন, ‘বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সব হিন্দুদের ধর্মীয় মন্দিরে হামলা করা হয়েছে। যারা এই সব হামলা করেছে তাদের প্রতি আমরা সনাতন ধর্মাবলম্বীরা তীব্র নিন্দা জানায়। একই সাথে এদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে হবে। আর তা না হলে এই প্রতিবাদ মিছিল চলছে আগামী দিন থেকে চলবে। হামলার এক সপ্তাহ পেরিয়ে গেল পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীরা কোনো নিরাপত্তা দিচ্ছে না। ইতিমধ্যে বাংলাদেশে যে ভাবে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে এটাকে আমরা ধিক্কার জানায়। প্রতিবার বাংলাদেশে এই সনাতন ধর্মাবলম্বীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানে কেন বার বার হামলা চালানো হয়। এটা জানতে চাই। আর কারা এই হামলাকারী তাদের আইনের আওতায় দেখতে চাই। দাবি করছি বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি একটা সংখ্যালঘুদের জন্য মন্ত্রণালয় করে দিক। তাতে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা বাচঁবে এবং দেশ বাচঁবে। আমরা স্বাধীন দেশে বাস করে কেন আমাদের সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীন নয়। আমাদের এই দেশে সুরক্ষা কোথায়। সুরক্ষা চাই।
এসময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি দেবন্দ্র দোবে বাবু লাল, চুয়াডাঙ্গা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি কিশোর কুমার আগরওয়াল, চুয়াডাঙ্গা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক বিউটি রানি কুন্ডু, চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক যোগেন্দ্র দোবে হিরা লাল, প্রমুখ। পরে উপস্থিত সকলেই আবার প্রতিবাদ মিছিল করতে করতে চুয়াডাঙ্গা বড়বাজার দুর্গা মন্দিরের সামনে গিয়ে শেষ করে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর