
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নজীরবিহীন গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিরাট মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক আরামনগর বাজার, পৌরসভা মোড়, স্টেশন রোড, শিমলা বাজার, আরডিএম পাইলট মডেল হাই স্কুল রোড হয়ে আরামনগর বাজার এলাকায় সমাবেশ করে। মিছিলে পৌরসভার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর