
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের কোপে সিদ্দিকুর রহমান নামের এক বিএনপি সমর্থকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিদ্দিকুর রহমান দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয়রা বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের দিন সাইচাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আমির মেম্বারের কার্যালয় ভাঙচুর করে বিএনপি নেতা সেলিমের পক্ষের লোক। এ ঘটনা নিয়ে শুক্রবার সালিশ বৈঠক বসে। সালিশের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয় দুই পক্ষের। এক সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধলে বিএনপির সমর্থক সিদ্দিকুর রহমানসহ বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এ সময় ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান মারা যান। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় সাত-আটজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর