
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গার সংবাদকর্মীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২ টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন জেলা কর্মরত সকল সাংবাদিকরা।
গতকাল ১৯ আগস্ট সোমবার দুপুরের দিকে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের নিউজ টুয়ে ন্টিফর টে লিভিশন, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, কা লের ক ণ্ঠ ও রেডিও ক্যাপিটালে কিছু দুষ্কারি এসে ভাঙচুর ও হামলা করে। এর প্রতিবাদে সংবাদ কর্মীরা মানববন্ধন করে।
এসময় মানববন্ধনে সংবাদ কর্মীরা বলেন, মিডিয়া হাউজ ভাঙচুর নয়, হামলা নয়, বন্ধ নয়, প্রয়োজনে চাই সংস্কার। মিডিয়া গণমানুষের কথা বলে। বাকস্বাধীনতায় কেন এতো বাঁধা। আমরা কলম সৈনিক।
আর অন্যায়কে অন্যায় বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। তাই সকল মিডিয়া হাউজ ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতায় হস্তক্ষেপ একতিয়ার কারোর নেই। মনে রাখা উচিত গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সবকিছু বলার অধিকারের কেন হামলা কেন ভাঙচুর। গণমাধ্যম কর্মীদের ওপর হামলা এটা ন্যক্কারজনক ঘটনা বলে মনে করি। তাই যারা এই হামলা করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, প্র থম আ লোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, ৭১ টে লিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম. এ. মামুন, দৈনিক আ জকের প ত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি, প্রমুখ।
মানববন্ধনে অংশ গ্রহণ করে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সকল সংবাদকর্মীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর