জামালপুরের সরিষাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে পৌর বিএনপি। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে আরামনগর বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীনএর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আজিম উদ্দন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু। সভায় বক্তারা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের শেষ মুহুর্তে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকাররা দেশকে মেধাশূন্য করার ঘৃন্য প্রচেষ্টার অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, লেখক ও সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।
শহীদ বুদ্ধিজীবি দিবস আমাদেরকে ইতিহাসের সেই ভয়াল, নিষ্ঠুরতম অধ্যায় মনে করিয়ে দেয়ার পাশাপাশি আমাদেরকে আরও দায়িত্বশীল, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার অনুপ্ররনা যোগায়। এ সময় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর