
সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে অপহরণের পর হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা ১নং আমলী আদালতে নিহতের ভাই মো: জিয়ারুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক নয়ন বড়াল মামলাটি গ্রহণ করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে অপহরণ ও গুম করার জন্য অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের পর পরে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দণ্ডবিধির ৩৬৪/৩০২/২০১/১৪৯/৩৪ ধারায় উক্ত মামলাটি দায়ের করা হয়।
মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার সাবেক অফিসার ইনচার্জ এনামুল হক, সাবেক এসআই হেকমত আলী, গাজী লুৎফর রহমান, আবদুল মান্নান, আবদুল হান্নান, হবিবর রহমান, মাহাবুর রহমান, হাশেম আলী, তহিদুল ইসলাম, নজরুল ইসলাম, শওকত আলী, গোলাম মোরশেদ, আবু আহমেদ, ইয়াহিয়া গাজী, আসাদুজ্জামান বাবু সহ অজ্ঞাত আরও ৪/৫ জন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর