
ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। চলমান বন্যায় এখন পর্যন্ত আট জেলার ২৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও হবিগঞ্জে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা।
ইতোমধ্যে লাখ লাখ পানিবন্দি মানুষের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী-নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এসব এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে এক হাজার ৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যা কবলিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি থেকে শুরু করে সামাজিক, ধর্মীয় সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।
এই পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে সহায়তা চেয়ে নিরাপদে থাকা স্থানীয়দের প্রতি বেশকিছু আহ্বান জানিয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ইসলামিক ব্যক্তিত্ব ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুকে তিনি লেখেন, 'ভারতীয় বাঁধের পানি আরো ব্যপকভাবে বাংলাদেশে প্রবেশ করার আশংকা করছেন অনেকে। বাংলাদেশ সেনাবাহিনীসহ যারা উদ্ধার-কাজে ইতোমধ্যে তৎপর আছেন, আশা করি তাদের তৎপরতা সর্বোচ্চ জোরদার করবেন। সেইসঙ্গে নিরাপদে থাকা স্থানীয়দেরকেও যার যার মতো উদ্ধার কাজে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।'
স্মরণকালে বাংলাদেশে এমন বিপর্যয় আর আসেনি উল্লেখ করে তিনি লেখেন, 'এটি বাইশ এর সিলেটের বন্যার চেয়েও ভয়াবহ। যারা বিল্ডিংয়ে আছেন, কাঁচাঘরের প্রতিবেশীকে আপনার ঘরে ঠাঁই দিন। উঁচুনিচুর ভেদাভেদ ভুলে আজ সবার এক হওয়ার সময়। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে একে অপরের সাহায্যে এগিয়ে আসুন।'
তিনি আরও লেখেন, মানবিক সংকটের মুহূর্তে ছোট ছোট সেক্রিফাইসগুলো হতে পারে মহান রবের সন্তোষ ও জান্নাত লাভের মাধ্যম। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর