
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেন। স্মারক নং ০৫.৪৫.৩৯৮৫.০০০.১৬.০০১.২২-৮২০।
শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তার অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবিতে টানা এক সপ্তাহ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে সাবেক শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং একাধিক শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি ধর, উপজেলা সমবায় কর্মকর্তা আঃ হালিম ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ। তদন্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। চিঠিতে তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস ছামাদকে প্রশাসনিক সকল দায়িত্ব পালন করার নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর