
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কটে স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে বলে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্মারকলিপি দিয়েছেন।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে জামালপুর সিভিল সার্জনের নিকট সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসক ও জনবল নিয়োগের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি দেন।
সূত্র জানায়, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮জন চিকিৎসক থাকার কথা থাকলেও কাগজে কলমে রয়েছে ৯জন। এরমধ্যে অন্যত্র সংযুক্তি ২জন, অননুনমোদিত ও অসুস্থতা ছুটিতে আরও ২জন। এ ছাড়া অন্য ২ জন কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। বাকী ৩ জন নিয়মিত চিকিৎসকের মধ্যে ২জন আবার দাপ্তরিক কাজে নিয়োজিত থাকেন। পৌর এলাকাসহ উপজেলার ৮টি ইউনিয়ন, মাদারগঞ্জ, সিরাজগঞ্জ, ধনবাড়ি উপজেলার একটি অংশের অসুস্থ মানুষদের জন্য হাসপাতালে চিকিৎসক মাত্র ১জন।
এছাড়াও হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার জন ৭ কর্মীর মধ্যে বর্তমানে রয়েছে বৃদ্ধ ১জন কর্মী। ৫ ওয়ার্ড বয়ের মধ্যে রয়েছে মাত্র ২জন। হাসপাতালে নেই প্লাম্বার ও ইলেকট্রিশিয়ান। জরুরি মূহুর্তের জন্য নেই জেনারেটরের ব্যবস্থা। নেই আউট সোর্সিং, মালি ও নৈশ প্রহরি। ভেঙ্গে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা।
জনগনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জামালপুর সিভিল সার্জনের নিকট স্মারকলিপি দেন সরিষাবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম রনি, আকুল মিয়া, ফরিদুল ইসলাম, সানি হাসান প্রমূখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর