
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন খারেরা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খারেরা বিওপি।সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খারেরা বিওপি সুবেদার মনোরঞ্জন সরকার।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৭ সেপ্টেম্বর)রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারেরা বিওপির সুবেদার মনোরঞ্জন সরকার, হাবিলদার মাসুদুর রহমান,সিপাহী মোঃ জাহাঙ্গীর ও সিপাহী রায়হান সঙ্গীয় ফোর্সের টহলকালে জেলার বুড়িচং উপজেলা কুমিল্লা-বাগড়া সড়কের খারেরা এলাকা থেকে একটি নাম্বার বিহীন পালসার মোটরসাইকেল থেকে ২ বস্তা উদ্ধার করে।
এসময় মোটরসাইকেল জব্দ করে এবং ৩০কেজি গাঁজা উদ্ধার করে। দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। তাদের সাথে থাকা ২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড ও ২৬৮০ টাকা উদ্ধার করে আসামি সহ বুড়িচং থানাতে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আসামিরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জামসেদ (৩৪),অপরজন হলেন কুমিল্লা সদরের শুভপুর এলাকায় বিল্লাল হোসেনের ছেলে মোঃ বিপ্লব হোসেন(২৪)।উভয়কে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে বুড়িচং থানা পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর