
রাজবাড়ীর পাংশায় বাঁশ কাটাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামে। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন পল্লি চিকিৎসক আবুল কালাম আজাদ, আবুল কাশেম, জয়কৃষ্ণপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাহবুব হোসেন ও মিরাজ মন্ডল। রবিবার বিকেলে পাংশা হাসপাতালে গিয়ে ঘটনার বিবরণে মাহবুব হোসেন জানান, ১৩ সেপ্টেম্বর আমার চাচা আবুল কালাম আজাদ তার নিজ জমির বাঁশ বাগান থেকে বাঁশ কেটে আনে। এ সময় প্রতিপক্ষ মিরাজ মন্ডল, হুমায়ুন, সবুর, রাজেক, আব্দুর রশিদ, লিটন, ফজলু গং বাঁশ বাগান নিজেদের জমির উপর বলে দাবি করে আবুল কালাম আজাদের উপর চড়াও হয়।
এ ঘটনায় আমরা পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। বিষয়টি নিয়ে থানায় আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তারা থানায় অভিযোগ দায়ের করার অপরাধে ১৬ সেপ্টেম্বর প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা হামলা চালিয়ে আমার চাচা আবুল কালাম আজাদের মাথায় একটি কোপ দেয় ও আমার পিতার হাতে কোপ দেয়।
এ সময় আমি এগিয়ে আসলে আমাকেও বেধড়ক পেটাতে থাকে। এ ঘটনায় প্রতিপক্ষের মিরাজ মন্ডল মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিপক্ষ মিরাজ মন্ডল জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবুল কালাম আজাদ, আতর আলী, উজ্জ্বল, রাকিবুল, মালেক, ওমর আলী মন্ডল সহ আরো কয়েকজন আমার উপর হামলা চালায়। হামলার ঘটনায় উভয় পক্ষই সুষ্ঠু বিচার দাবি করেছে। এ ঘটনায় উভয় পক্ষ পাংশা মডেল থানায় অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর