
কুমিল্লার চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসেইন কে জোর করে পদত্যাগ করানোর ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অধ্যক্ষকে বহালের দাবি করায় বহিরাগতরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় উভয় পক্ষের ৪-৫জন আহত হয়।
ঘটনার জের ধরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় অধ্যক্ষ এবং চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মো. আবুল খায়ের সহ ১৯জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলার শব্দলপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. আরমান হোসেন মামলাটি দায়ের করেন।
অনুসন্ধানে জানা যায়, বুধবার দুপুরে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ফেরার পথে চান্দিনা মধ্য বাজারে বহিরাগতরা ছাত্রদের উপর হামলা চালায়।
এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয় মানববন্ধন থেকে অপর পক্ষের উপর হামলা চালানো হয়েছে। এতে মো. ফরহাদ নামের আলিম দ্বিতীয় বর্ষের একজন ছাত্র আহত হয়েছেন বলে দাবি করেন বাদি।
এদিকে মামলাটিতে অধ্যক্ষ মো. জাকির হোসেইন, তার ছেলে মাখবির, মেয়ে রুকাইয়া ও মরিয়ম, মাদ্রাসার মুহাদ্দিস আবদুল কাদের, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান, অফিস সহকারী আনোয়ার হোসেন, মো. শাহজাহান, অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ আলী, আল আমিন সহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।
এ ব্যাপারে নাওতলা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ও চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের বলেন, অধ্যক্ষকে জোর করে পদত্যাগ করানোর খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম। এখন শুনি আমিও আসামি।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ অভিযোগ করে বলেন- আমি ১৫ সেপ্টেম্বর থানায় এবং জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছি। ১৮ সেপ্টেম্বর শিক্ষার্থীরা আমাকে বহালের দাবি করায় বহিরাগতরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর