
চুয়াডাঙ্গার দর্শনায় পাচারকৃত নগদ ২৩ লাখ টাকাসহ দুই জনকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় দর্শনা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত আসামিরা হলেন- ডিঙ্গেদহ সুবদিয়া গ্রামের কাসেম আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬) ও দর্শনা জয়নগর গ্রামের মৃত মস্তর আলীর ছেলে মো: শওকত(৫২)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ দর্শনা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ জিয়াউর রহমান (পিবিজিএম) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৬ হতে ২.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর তিন রাস্তার মোড়ে এ্যাম্বুশ করে। এসময় বিজিবি সদস্যরা দেখতে পায় দুইজন ব্যক্তি একটি মোটর সাইকেল যোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসছে। ওই সময় মোটরসাইকেলকারিদের বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে আটককৃত দুইজন। এসময় বিজিবি সশস্ত্র টহল দল তাদেরকে একটি কালো ব্যাগসহ আটক করে। পরবর্তীতে আটককৃত আসামিসহ ব্যাগটি তল্লাশি করলে বাংলাদেশি নগদ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা আটক করে। এছাড়া ১ টি মোটর সাইকেল এবং ২টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, (পিএসসি) বলেন, দর্শনা সীমান্ত থেকে পাচারকৃত নগদ ২৩ লাখ টাকা ও দুই জন আসামি আটক করেছে বিজিবি সদস্য। নগদ টাকাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর