
বি আর ই বি ও পবিসের একীভূত করণ(অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য) এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবীতে সোমবার (৩০ই সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফেনী জেলার শহীদ মিনারের সামনে ফেনী পল্লি বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা/কর্মচারী মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন ফেনী পবিসের জেনারেল ম্যানেজার জনাব হাওলাদার মো: ফজলুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার বলাই মিত্র ডেপুটি জেনারেল ম্যানেজার সনত কুমার ঘোষ, ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাংগীর আলম, এজিএম (ওএন্ডএম) আকাশ কুসুম বড়ুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সকল জুনিয়র ইঞ্জিনিয়ার/সহ:জুনিয়র ইঞ্জিনিয়ার, সকল ইসি/এইসি, বিলিং সুপারভাইজার, স্টোর কিপার, সকল ওয়্যারিং পরিদর্শক, সকল লাইনক্রু, সকল এম আর সিএম, বিলিং সহকারী সহ অন্যান্য স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় বক্তারা আর ই বি'র বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করেন, মানহীন মালামাল ক্রয়, নিম্নমানের মিটার/ট্রান্সফরমার/খুঁটি/নিম্ন মানের তার ক্রয় করে দেশের গ্রাহককে ভোগান্তিতে ফেলে দিচ্ছেন।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বর্তমানে সাধারণ গ্রাহকের ভোগান্তির এক মাত্র কারণ আর ই বি, যা সকলের বক্তব্যে ফুটে উঠে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর