
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হলে চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসনিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
সোমবার (৯ জুন) বিকেলে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড়ে ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং করার কার্যক্রমের উদ্বোধনের আগে স্থানীয়দের সাথে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।
হান্নান মাসউদ বলেন, আমরা শুনেছি ড. ইউনূস স্যার ইউরোপ যাচ্ছেন। তার সাথে নাকি শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকী দেখা করার চেষ্টা চালাচ্ছে। এই টিউলিপ সিদ্দিকী কে? শেখ রেহানার মেয়ে। যার সরাসরি ইন্ধনে এদেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই টিউলিপ সিদ্দিকী কে? যে এদেশের রাশিয়ার সাথে পারমাণবিক চুক্তি করার সময় বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার তদন্ত করছে। তার দুর্নীতির কারণে সরকারের মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করে হান্নান মাসউদ বলেন, টিউলিপ সিদ্দিকী ছাত্র জনতার খুনি, খুনের সাথে জড়িত। এদেশের মানুষের অর্থপাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকী। দুর্নীতির কারণে মন্ত্রীত্ব হারানো টিউলিপ সিদ্দিকীর ডাকে আপনি সাড়া দিবেন না। তার সাথে সাক্ষাৎ দেবেন না। আমরা মনে করি টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করা মানে চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা। আমরা ড. মুহাম্মদ ইউনূস স্যারের ওপর ভরসা রাখি। আমরা আশা রাখি টিউলিপ সিদ্দিকীর সাথে ড. মুহাম্মদ ইউনূস স্যারের কোনো বৈঠক হবে না ইনশাআল্লাহ।
হান্নান মাসউদ বলেন, ১৯৭১ সালের পর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া পেয়েছিল মাহাথির মোহাম্মদের মতো সৎ ও নিষ্ঠাবান শাসক। আর আমরা পেয়েছি শেখ মুজিবের মতো শাসক যার আমলে এদেশে দুর্ভিক্ষ হয়েছিল।
এদেশের ওপর ভারতের আগ্রাসী মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে অনেক শাসকের পরিবর্তন হয়েছে। তার মধ্যে কেবল মেজর জিয়া এদেশকে প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি। শেখ হাসিনার পতন এদেশে শুধুমাত্র আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যের পতন।
২৪ এর গণঅভ্যুত্থানে দুই হাজার জন জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, আপনারা নির্বাচন-নির্বাচন করছেন। ডক্টর মুহাম্মদ ইউনূস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এদেশে নির্বাচন হবে, তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এদেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে, প্রতিটি অস্ত্রধারী গ্রেফতার হলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর