
নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম ফসিয়ার মোল্যা (৭২)। বুধবার (২ অক্টোবর) সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতডাঙ্গা গ্রামের ফসিয়ার মোল্যা বুধবার সকালে ফজরের নামায আদায়ের পর রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় পিছন থেকে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পরামর্শ দেন।
এরপরে গুরুতর আহত ওই ব্যক্তিকে খুলনা নেয়ার পথে নিস্তেজ হয়ে যান। পরে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর