
জামালপুরের সরিষাবাড়ীতে মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৯৫ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সরিষাবাড়ী থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলার কামরাবাদ মধ্যপাড়া গ্রামের মৃত জয়েন শেখ এর পুত্র অলিল মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। সরিষাবাড়ী থানা পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন তরিকুল ইসলাম নিটুল, মোয়াজ্জেম হোসেন, আব্দুল বারেক ও আফজাল হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে কর্মসূচি পালনের অংশ হিসাবে গত ৪ঠা আগষ্ট বিকাল ৫ ঘটিকার সময় সারা দেশের ন্যায় সরিষাবাড়ীতে ছাত্র জনতার সাথে অলিল মিয়া মিছিলে অংশ নেন। সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার হইতে ছাত্র জনতার মিছিল শহরের প্রধান সড়কে আসা মাত্রই মিছিলকারীর উপর ঝাপিয়ে পড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র জনতাসহ মিছিলে অংশগ্রহণকারীদের আতঙ্কিত করতে মিছিলটি ছত্রভঙ্গ করেদেয়। সাবেক পৌর মেয়র মনির উদ্দিন এর হুকুমে তার সহযোগীদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা আলিল মিয়াসহ মিছিলে অংশ গ্রহণকারী ছাত্র জনতাদেরকে এলোপাতাড়ি মারপিট আহত করে। ওই আন্দোলনে অংশগ্রহণকারী আলিল মিয়া সহ আরো অনেক লোকজন জখম প্রাপ্ত হন বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী।
মামলার এজাহার নামীয় সরিষাবাড়ী পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিনকে প্রধান আসামি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক তারিকুল ইসলাম নিটোল, পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসানের স্থানীয় প্রতিনিধি কাউন্সিলর শাখাওয়াত আলম মুকুল, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজমত আলী মাস্টার, ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদল, ছাত্র লীগ কর্মী নিরব, পোগলদিঘা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক, সাবেক পৌর কাউন্সিলর কালা চাঁন পাল, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাশিরুল ইসলাম সেলিম, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদারসহ ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া সংবাদ মাধ্যমকে জানান, এজাহার নামীয় ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অবশিষ্ট আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর