
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে চার দাঙ্গাবাজ আটক হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে দাঙ্গার জন্য প্রস্তুতকৃত বেশ কিছু সংখ্যক দেশীয় অস্ত্রশস্ত্র। বুধবার (২ অক্টোবর) রাতে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকা থেকে আটক এবং উদ্ধারের ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের কিসলু শেখের ছেলে সুমন শেখ (২৩), সাঈদ শেখের ছেলে নাহিদ শেখ (১৯), ওয়ালিদ শেখ (২৭), বুলু শেখের ছেলে জাকারিয়া শেখ (৩৫)।
নড়াইল সেনাক্যাম্প সূত্রে জানা যায়, কালিয়া পৌরসভার ছোটকালিয়া গ্রামে বিবাদমান দুই পক্ষের দাঙ্গা প্রস্তুতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান কালে সেখান থেকে চারজনকে আটক করা হয়। এ সময় বাড়িঘরে তল্লাশি চালিয়ে ১০টি রামদা, ৮টি বল্লম, ছুরি, চাইনিজ কুড়ায় ও একটি আগ্নেয়আস্ত্রের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর