
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গুরুদাসপুর থানা চত্বরে ওই সভায় উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবর্গ, গণমাধ্যমকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিল।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ছাড়াও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক অসিম কুমার পাল, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার, বৈষম্যবিরোধী ছাত্র নেতা খালিদ হাসান বক্তব্য রাখেন। সভা সঞ্চালনায় ছিলেন গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মো. আবু রায়হান।
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশ-কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন। দুর্গোৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে বলে সকলকে আশ্বস্ত করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর