
কোনো ফরম্যাটে না হারানো তিক্ত অভিজ্ঞতা নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে বলিয়ান নিগার সুলতানার দল। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ টস হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ। শনিবার (৫ অক্টোবর) শারজায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
উড়ন্ত বাংলাদেশ-দুরন্ত ইংল্যান্ড, কাগজে কলমে অসম হলেও লড়াইটা ২২ গজ আর মঞ্চটা বিশ্বকাপ বলেই বাড়তি উন্মাদনা। ঘরের মাঠের বিশ্বকাপ অন্যের মাঠে খেললেও শুরুটা দারুণ করেছে নিগার সুলতানার দল। স্কটল্যান্ডকে হারিয়ে দশ বছর আর ১৬ ম্যাচ পর টি টোয়েন্টি আসরে পেয়েছে জয়ের দেখা। যদিও পুরনো ব্যাধি ব্যাটিং বিপর্যয় রয়েই গেছে। প্রতিপক্ষ ইংলিশরা বলে দুশ্চিন্তা আরও বেশি। কিন্তু মরুর স্লো আর স্পিন উইকেট আশা দেখাচ্ছে বাংলাদেশকে।
অন্যদিকে দেড় দশকের টি টোয়েন্টি বিশ্বকাপ খরা কাটানোর মিশন ইংল্যান্ডের। ২০০৯ এ ঘরের মাঠে উদ্বোধনী আসরের পর শিরোপা শূন্য ইংলিশরা। সাফল্যের খোঁজে যারা সবার আগে এসেছে আরব আমিরাত। সেরেছে দীর্ঘ প্রস্তুতি।
পরিসংখ্যানও ইংল্যান্ডের পক্ষে। আগের ৩ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে শতভাগ সাফল্য। এবার কন্ডিশন বিবেচনায় স্পিনে প্রাধান্য ইংলিশদের। শারজার ২২ গজে সাথী-মুর্শিদা-সোবহানাদের কঠিন পরীক্ষা নিতে পারেন স্পিনার সোফি এক্সেলস্টোন-সারাহ গ্লেন, চার্লি ডিন ও লিনসে স্মিথ।
বাংলাদেশ স্কোয়াড:
দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মুস্তারি, নিগার সুলতানা, তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
শাকিল/সাএ
সর্বশেষ খবর