
নড়াইলের লোহাগড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় নিহতের মামা গুরুতর আহত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে লোহাগড়া উপজেলার ঢাকা-কালনা-যশোর মহাসড়কের কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মো. বিলায়েত শিকদারের ছেলে মো.রিফাদুল ইসলাম মিঠুন (৩৩)। আহত ব্যক্তি উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের আজাদ শেখ (৫০)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবাত সূত্রে জানা গেছে, শনিবার রিফাদুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটরসাইকেল যোগে লোহাগড়ার দিকে আসছিলেন। প্রতিমধ্যে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক রিফাদুল ইসলাম ও আরোহী তার মামা আজাদ শেখ ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রিফাদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আজাদ শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর