
শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সুবিধা করতে পারেননি বোলাররাও। বাংলাদেশকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত।
রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ভারত।
এ সময় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বচ্চ ৩২ বলে ৩৫ করে অপরাজিত থাকেন মেহেদি মিরাজ। অন্যদিকে হার্ডিক পান্ডিয়ার ১৬ বলে ৩৯ ও ১৪ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে খুব সহজেই জয় পায় স্বাগতিক ভারত।
শাকিল/সাএ
সর্বশেষ খবর