
টি-টোয়েন্টি ফরম্যাটে মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালে। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে টাইগার জার্সিতে এই ফরম্যাটে মাহমুদউল্লাহ খেলেছেন ১৩৯ ম্যাচ। এখনও এই ফরম্যাটে আরও দুই ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে তার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার আবেগঘন বার্তা দিয়েছেন রিয়াদ।
সেখানে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ! বাংলাদেশ দলের হয়ে আমার প্রতিটি মুহূর্ত ছিল অনেক সম্মান ও গৌরবের। আমি কৃতজ্ঞতা জানাই বিসিবি ও এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে, আমার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের, সতীর্থদের এবং বিশেষ করে আমার পরিবারের সদস্যদের প্রতি।'
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিয়াদ ১৩৯ ম্যাচে রিয়াদ রান করেছেন ২৩৯৫। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৬৪*। রয়েছে ৮টি হাফ-সেঞ্চুরিও। পুরো ক্যারিয়ারে মাহমুদউল্লাহ চার মেরেছেন মোট ১৮৩টি, ছক্কা হাঁকিয়েছেন ৭৪টি।
এছাড়াও টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাহমুদউল্লাহ বল করেছেন মোট ১৫৫.২ ওভার। ১০৯৪ রান খরচ করে ঝুলিতে পুরেছেন ৪০টি উইকেট। তার বোলিং গড় ছিল ২৭.৪। সেরা বোলিং ফিগার ১০ রানে ৩ উইকেট। এক হাজারেরও বেশি বল করে তিনি চার খেয়েছেন মোট ৫৫ টি, ছক্কা হজম করেছেন ৪২টি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর