
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পরিবারের লোকেরা।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার আঠারখাদা গ্রাম সংলগ্ন নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো, আঠারখাদা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ (৭) এবং মোহা. হুমায়ুনের ছেলে আবু হুজাইফা (১০)।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের খাবার খেয়ে খেলতে যাওয়া উদ্দেশ্যে বের হয় দুই শিশু। সন্ধ্যায় বাড়ি ফিরে না এলে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা। রাতে নদীর তীরে তাদের পোশাক পাওয়া যায়। শেষে রাত ১১টার দিক নদী থেকে তাদের লাশ উদ্ধার করে গ্রামবাসী।
আলমডাঙ্গা থানা ওসি শেখ গণি মিয়া জানান, ধারণা করা হচ্ছে শিশু দুটি নদীতে নেমে পানিতে ডুবে যায়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর