
পরিবর্তিত পরিস্থিতিতে দেশের একাধিক চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীর জামিন প্রশ্নে কৌশলী উত্তর দিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এবিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ‘এ বিষয়ে কিছু বলতে চাইছিনা। যা যা পদক্ষেপ নেওয়া হবে আপনারা দেখতে পারবেন।’
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির রণদা নাট মন্দির পরিদর্শনে এসে তিনি একথা বলেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই পরিবারের সাথে আমাদের অনেক পুরোনো সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সাথে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য।
এর আগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রণদা প্রসাদ সাহার বাড়ীর পূজামÐপ পরিদর্শন ও দর্শনার্থীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ অন্যরা।
প্রসঙ্গত, ৫ই আগস্টের পর দেশের আলোচিত বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে মুক্ত হওয়াদের মধ্যে অপরাধ জগতে যারা সুব্রত বাইন, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, কিলার আব্বাস, ইমন, টিটন ও ফ্রিডম রাসু পরিচিত। জামিনে মুক্তি পাওয়ার পর অপরাধ জগতে তাদের তৎপরতা নিয়ে একাধিক পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর