
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আল আমিন হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক, কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফুর রহমান।
পরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শিত হয়।
এসময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শিত করেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী।
প্রদর্শন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ এর সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আল আমিন হোসাইন, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ায় সাজানো হয় জামাই, বউ, কৃষক, কৃষানি, খেলোয়াড়সহ আরো অনেক কিছু।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার, ফায়ার সার্ভিসের ভলানটিয়ার, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর