
আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। বিপিএল ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তাকে কিনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রোববার (১৩ অক্টোবর) ফেসবুকে এ তথ্য জানিয়েছে ফরচুন। গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি।
বিপিএলে এর আগে সিলেট রয়্যালস, রংপুর, চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেললেও বরিশালের হয়ে খেলার অভিজ্ঞতা নেই নবির। এবারই প্রথম এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন তিনি।
বরিশালে নবি সতীর্থ হিসেবে পাবেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়কে। প্রথম দুজনকে রিটেন করেছে বরিশাল। হৃদয়তে দলভুক্ত করেছে সরাসরি চুক্তিতে। গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন হৃদয়। টুর্নামেন্ট সর্বোচ্চ ২৪টি ছক্কা হাঁকিয়েছিলেন এই ২৩ বছর বয়সি, চার মেরেছিলেন ৩৭টি। ওই আসরে হৃদয় হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ১৪ ম্যাচে করেছিলেন ৪৬২ রান, স্ট্রাইকরেটই ছিল উঁচু মানের—১৪৯.৫১।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনে কুমিল্লা এবারের বিপিএলে থাকছে না। সে কারণে বাধ্য হয়েই নতুন ঠিকানা খুঁজে নিতে হলো বগুড়ার ক্রিকেটারকে। শুধু বিপিএল কেন, হৃদয়ের ব্যাট হাসে জাতীয় দলের হয়েও। এ বছর দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ১৯ ইনিংসে করেছেন ৪৩০ রান।
প্রসঙ্গত, গত বারের বিপিএল জানুয়ারিতে হলেও এবারের আসরের দিনক্ষণ এগিয়ে আসছে। সব ঠিক থাকলে ২৭ ডিসেম্বর পর্দা উঠবে ১১তম আসরের। এর আগে ১৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর