
নাটোরের লালপুরে উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক বেলাল হোসেন ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস।
ভুক্তভোগী শিক্ষকরা বেলাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিদিনের মত ৫ শিক্ষক বিদ্যালয়ে আসছিলেন। এসময় অতর্কিত ভাবে ওই এলাকার মানসুর রহমান ও আব্দুর রহমান ঝাটুর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা দুই শিক্ষক আহত হই। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উদ্ধার করে।
পরে সেই প্রধান শিক্ষককে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে এলাকার একটি অংশ ষড়যন্ত্র মূলক ভাবে মানববন্ধন করেছে বলে জানান তারা।
এদিকে, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষকরা।
এ বিষয়ে অভিযুক্ত মানসুর রহমান বলেন, কোন শিক্ষককে মারধর করা হয়নি৷ শুধু তাদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে এবং আব্দুর রহমান ঝাটুর কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর