
মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশকে হেসেখেলে হারাল দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রান করেছিল বাংলাদেশ দল। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকাকে সেই ১০৬ রানেরই লক্ষ্য দেয় টাইগাররা।
এই ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে রীতিমতো ‘মিরাকল’ ঘটাতে হতো। স্বাগতিকরা সেটা করতে পারেনি শেষমেশ। দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্টাইলে খেলে অনায়াসেই ম্যাচটা জিতল ৭ উইকেটের ব্যবধানে।
বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে থামে ৩০৮ রানে। ২০২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩০৭ রান করে টাইগাররা। ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।
স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। আক্রমণাত্মক মনোভাব নিয়ে শুরু থেকেই ব্যাটিং করেছেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও টনি ডি জর্জি।
৪২ রানের সেই উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ইনিংসের দশম ওভারের পঞ্চম বলটি ভালো লেংথে করেছিলেন তাইজুল। অফ স্টাম্পের বাইরে পড়ে বেশ খানিকটা টার্ন করে মার্করামের স্টাম্প উপড়ে দেয় বল। সাজঘরে ফেরার আগে ২৭ বলে ২০ রান করেছেন মার্করাম।
আরেক ওপেনার জর্জিকেও ফিরিয়েছেন তাইজুল। দুর্দান্ত ব্যাটিং করা এই তরুণ থেমেছেন ৪১ রানে। এরপর ডেভিড বেডিংহামও তাইজুলের ঘূর্নিতেই আটকে গেছেন। লিটনের হাতে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১২ রান।
বেডিংহাম ফেরার পর বাকি পথটা নিরাপদেই পাড়ি দিয়েছেন ট্রিস্টিয়ান স্টাবস ও রায়ান রিকেলটন। স্টাবস ৩৭ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেটই শিকার করেছেন তাইজুল ইসলাম।
রার/সা.এ
সর্বশেষ খবর