
নাটোরের সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চলনবিল সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে সভায় বক্তব্য দেয়, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক, সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার প্রকৌশলী আহমেদ রফিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, নির্বাহী সদস্য আবু জাফর সিদ্দিক, মডেল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সুজিত সাহা'সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর