দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় ঘোড়াঘাট উপজেলা হলরুমে একটি কর্মীসভার আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. শামীম হোসেন চৌধুরি। প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপি একটি আধুনিক রাজনৈতিক গণতান্ত্রিক দল, গণমানুষের দল। আগামীতে তৃণমূল যা বলবে নেতৃত্ব সেটাই হবে। আমরা আগামীদিনে তৃণমূল থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে সংগঠিত করে গত ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে নির্বাচনে অগ্রসর হতে চাই।
এসময় ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সিনিয়র সহ সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরি, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর