
যৌথ বাহিনীর অভিযানে যশোরে একনলা বন্দুক, চাইনিজ কুড়াল ও রামদাসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ এক যুবক আটক হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা যশোর শহরের মোল্লাপাড়ায় অভিযান চালায়। এসময় তারা কিশোর গ্যাং নেতা শরিফুল ইসলাম জিতুর (৩০) ডেরায় তল্লাশি চালায়। এখান থেকে তারা কিশোর গ্যাং নেতা জিতু ও তার ভাই সেতুকে আটক করে।
এরপর যৌথবাহিনীর সদস্যরা তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই ডেরা থেকে একটি একনলা বন্দুক, চাইনিজ কুড়াল, দুটি রামদা, দুটি সেভেন গিয়ার চাকু, হাতুড়ি ও বন্দুক তৈরির ভারতীয় যন্ত্রাংশ উদ্ধার করে। আটক দু’জনকে উদ্ধারকৃত অস্ত্রসহ মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর