
নাব্যতা সংকটের কারণে শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে আরিচা এবং কাজিরহাট পয়েন্টে আটকে আছে ৩শতাধিক যানবাহন।
শনিবার বেলা ১২টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে চ্যানেলে প্রচুর ডুবচরের সৃষ্টি হয়েছে। গত রাত এগারোটা থেকে বন্ধ আছে ফেরি চলাচল। আরিচা পারে ২ এবং কাজিরহাট অংশে ১শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আরিচা কার্যালয়ে ড্রেজিং ইউনিটের প্রকৌশলী ওসমান গনি বলেন, ছয়টি ড্রেজার নাব্যতা সংকটে কাজ করছে। আমরা দ্রুত এই সংকট কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবো।
বিআইডব্লিউটিএ সূত্রমতে জানা গেছে, পানির স্রোত এবং নব্যতার কারণে ডুবচরের সৃষ্টি হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে ১ থেকে ২ দিন লাগতে পারে। এপর্যন্ত আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর