
নীলফামারীর কিশোরগঞ্জে খালিদ বিন লিসাদ হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বৈষম্যবিরোধী ছাত্র ও কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যোগ দেন।
দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এলাকাবাসী মানববন্ধন শুরু করে। এসময় এসে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যোগ দিলে মানববন্ধনে মানুষের ঢল নামে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় রাস্তার দুইধারে ট্রাক, অটো, মটর সাইকেলসহ যান চলাচল বন্ধ হয়ে যায়। লিশাদ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে মানববন্ধনটি।
মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু, উপজেলা জামায়াতের সাবেক আমীর আকতারুজ্জামান বাদল, এলাকাবাসীর পক্ষে বদরুল আলম (পচা), লিশাদের চাচাতো ভাই সুজা মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাইয়ুমসহ অনেকে।
জানা গেছে, গত ১২ নভেম্বর কিশোরগঞ্জ সদর ইউপির মুশা মিয়া পাড়া গ্রামের মবেদুল ইসলামের পুত্র খালিদ বিন লিশাদের লাশ নিতাই ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন চাড়ালকাটা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বেলতলী গ্রামের আব্দুল হাইয়ের পুত্র গোলাম রব্বানীকে গ্রেফতার করে পুলিশ। হত্যার শিকার খালিদ বিন লিসাদের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ওই দিনেই থানায় একটি হত্যা মামলা দায়ে করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার রিমান্ডের আবেদন করাসহ রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর