
জয়পুরহাটের কালাইয়ে হাট ইজারাদার ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব এবং মহাসড়কে দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে পাঁচশিরা ধানের বাজার স্থানান্তরের কারণে ধান বিক্রি করতে না পারায় জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে চাষিরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কৃষকরা অবরোধ করার কারণে যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ব্যবসায়ীদেরকে কৃষকদের ধান কেনার জন্য নির্দেশ দেন।
জানা যায়, মহাসড়কে দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে পাঁচশিরা মহাসড়কে ধান কেনা-বেচা না করে কালাই পুরাতন হাটে ধান কেনা-বেচা করার জন্য আহ্বান করে পৌর প্রশাসক। ব্যবসায়ীরা কালাই পুরাতন হাটে ধান ক্রয় করবেনা বলে জানিয়ে দেন। কালাই পুরাতন হাটে কৃষকরা ধান বিক্রি করতে গেলে ধানের আড়তদারদের না পেয়ে পুনরায় পাঁচশিরা বাজারে ধান নিয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা ধান না কিনলে মহাসড়ক অবরোধ করে শতশত কৃষক।
কালাই পৌরসভার হাট ইজারাদার রেজাউল করিম মন্ডল বলেন দীর্ঘ ২৫ বছর থেকে এখানে ধান কেনা-বেচা হচ্ছে এবং পৌরসভার টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি এ বছর খাজনা আদায় করছি, সকল ব্যবসায়ীরা খাজনা ও দিয়েছে। ৫ই আগস্টের পর ব্যবসায়ীরা খাজনা দেওয়া বন্ধ করে দেয়। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ভবিষ্যতে আর কেউ হাট ইজারা নিবেনা।
চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, পাঁচশিরা বাজারের যে জায়গা এটা হাটের জন্য কোন নির্ধারিত জায়গা নয়। এটা সড়ক ও জনপদের জায়গা। সরকারিভাবে হাটের নির্ধারিত জায়গা হলে বিধি অনুযায়ী আমরা খাজনা দিয়ে ধান ক্রয় করবো।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন ধানের ব্যবসায়ী ও হাট ইজারাদারের সাথে কথা বলে বিষয়টি সমাধানের করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর