
রাজধানীর বেগম রোকেয়া স্বরনীতে অবস্থিত স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর প্রধান কার্যালয়ে ২০ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল এইচআর ডে ২০২৫ উপলক্ষ্যে বিশেষ সেমিনার।
'হিউম্যানিফাই এআই: লিডিং চেঞ্জ টুগেদার' শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির শতাধিক প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রধানসহ অন্যান্য মানব সম্পদ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে 'এইচআর ক্লাব বাংলাদেশ' এবং পৃষ্ঠপোষকতা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
স্মার্ট এর হেড অব এইচআর চৌধুরী গোলাম নুর-এ-সানির সঞ্ছালনায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মার্ট এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, আকিজ বশির গ্রুপ এর এইচআর ডিরেক্টর দিলরুবা শারমিন খান, পার্টেক্স গ্রুপ এর সাবেক সিইও কেএম আলি, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ এর গ্রুপ চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ, ব্রাক ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, নাজমুন রহিম, হুয়াওয়ে, সাউথ এশিয়া এইচআর এর সিনিয়র ম্যানেজার ফারা নেওয়াজ এবং ডন সামদানি ফ্যাসিলিটেশন এন্ড কনসাল্টেন্সির চীফ ইন্সপায়রেশনাল অফিসার গোলাম সামদানি ডন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এইচআর ক্লাবের প্রেসিডেন্ট জনাব মোঃ নজরুল ইসলাম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা, এবি ব্যাংক লিমিটেড। কর্মক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং মানব সম্পদের সঠিক সমন্বয়ের বিষয়টি তুলে ধরেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর