
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভান্ডারী বাজার এলাকায় অবৈধ বালু ভর্তি টুয়েন্টি গাড়ীর নীচে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮.৩০ মিনিটে ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের ভান্ডারী বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে যাওয়া শিশুটি হারেছ উদ্দিনের ছেলে মো. হাবিব বয়স আনুমানিক (৯) বছর।
এলাকাবাসী জানায় এই অবৈধ বালু উত্তোলনের ফলে ট্রাকগুলো নিয়ন্ত্রনহীনভাবে চলাচলের ফলে প্রায়ই এই দুর্ঘটনা ঘটে। এই নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলেই মামলা হামলার হুমকি দেয়, দলীয় প্রভাব খাটায় একটি শ্রেণি। এলাকাবাসী আরও জানায় এই অবৈধ বালু উত্তোলনে সরকার হারাচ্ছে রাজস্ব, গ্রামবাসী হারাচ্ছে বাড়িঘর, বিলীন হচ্ছে পরিবেশ। একটি সিন্ডিকেট মহল দীর্ঘদিন প্রশাসনের সাথে আঁতাত করে গ্রামবাসীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোটি কোটি টাকার বালু উত্তোলন নিয়ে ব্যস্ত। এদিকে শিশুর মৃত্যুর মিছিল নিয়ে পরিবারের আকাশ ভারী কান্না।
নাম প্রকাশে অনিচ্ছুক বলে জানান জনৈক ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বালু উত্তোলনকারী সিন্ডিকেট রয়েছে। আবার নাম মাত্র দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান করলে স্থান ত্যাগ করে চলেই গেলেই কিছুক্ষণ পর পুনরায় আবার অবৈধ বালু উত্তোলনে সারি সারি ট্রাক বেঁধে রাস্তাঘাটে যানজট সৃষ্টি করে বালু নিতে দেখা যায়।
জানা যায়, নান্দাইল উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ নাকি এ বালু উত্তোলনের সাথে জড়িত আছেন! আমরা ঈশ্বরগঞ্জবাসী লাটিয়ামারি বালু ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন চিরতরে বন্ধ চাই।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুল রহমান জানান, এই দুর্ঘটনার খবরটি পাওয়া সাথে সাথেই থানা পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। অপরদিকে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর