
চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় স্বামীর বাড়িতে অনশন করছেন এক তরুণী। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে তরুণীর স্বামী মোহাম্মদ রিদুয়ান এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার সকাল থেকে প্রবাসী রিদুয়ানের ঘর তালাবদ্ধ। বাইরে ঘরের সিঁড়িতে বসে অনশন করেন ওই তরুণী।
অনশনরত তরুণী আইরিন আক্তার জানান, “আমাকে বিয়ে করার পর ৫ বছর সংসার করেছে। এখন তার মা-বাবা আমাকে মেনে না নেওয়ায় সেও আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করতেছে। আমার এই পৃথিবীতে ভাই-বোন কেউ নেই। মা-বাবাও অসুস্থ। বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় দেখছি না।”
তিনি আরও বলেন, “আমি গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা সঞ্চয় করেছিলাম। টাকাগুলো সে প্রবাসে যাওয়ার আগে নিয়ে ফেলে। তার বাবা মাহফুজুর রহমান আমাকে প্রাণে মেরে পাহাড়ে লাশ গুম করার হুমকি দিচ্ছে। তিনি আমাকে ধমক দিয়ে বলেছেন, তুই আমাদের আলিশান বাড়ির লোভে পড়েছিস।”
জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের শামসুল হক চৌধুরী বাড়ীর শামসুল হকের মেয়ে আইরিন আক্তারের সাথে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বরইতলী এলাকার হাজী বাড়ীর মাহফুজুর রহমানের ছেলে রিদুয়ানের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমের বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়।
২০১৯ সালের জানুয়ারিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে চট্টগ্রাম নগরের বালুছড়া এলাকায় ভাড়া বাসায় ঘরসংসার করে আসছিল। বিয়ের এক মাস পর রিদুয়ান পুনরায় দুবাই চলে যান। গত ৭ নভেম্বর রিদুয়ান দেশে ফিরে বালুচড়ার তার স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করেন। পরবর্তীতে বিয়ের বিষয়টি রিদুয়ান তার বাবাকে ফোন করে জানালে তিনি ছেলে ও পুত্রবধূকে ঘরে তুলতে অস্বীকৃতি জানান।
স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ আহমদ বলেন, রিদুয়ান আমার চাচাতো বোনের ছেলে। আমার চাচাতো বোন ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছে। আমরা ঝামেলা না বাড়িয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে যাচ্ছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর