
রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রথম সভা বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় পাংশা বাজারের আব্দুল মালেক প্লাজায় ”পাংশা প্রেসক্লাবের” অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহর সভাপতিত্বে ২ ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামীদিনে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার ব্যাপারে আলোচনা হয়, পাংশা প্রেসক্লাবের খসড়া গঠনতন্ত্র প্রিন্ট ভার্সন সবার মধ্যে প্রদান করা হয়, বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও একটি আনন্দভ্রমণ করার ব্যাপারে আলোচনা হয়েছে।
আহ্বায়ক কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, সদস্যসচিব জাকির হোসেন, সদস্য কাজী সেলিম মাবুদ, মাসুদ রেজা শিশির, উজ্জ্বল হোসেন, শামীমুর রহমান, সাংবাদিক আব্দুর রশিদ, রতন মাহমুদ, মেহেদী হাসান, শাহীন রেজা, এস কে পাল সমীর, আকাশ মাহমুদ, সাকী মাহবুব প্রমুখ।
আহ্বায়ক এম এ জিন্নাহ বলেন- ইতি মধ্যে আমরা পাংশা প্রেসক্লাবের জন্য একটি অফিস ভাড়া নিয়েছি আজ সেখানে বসেই মিটিং করছি, আমরা একটি গঠনতন্ত্র খসড়া করেছি, পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষে আমরা সব সাংবাদিকদের মতামত নিয়ে আগামীতে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমাদের সহযোগিতা করলে আশা করি একটি সুন্দর কমিটি আমরা উপহার দিতে পারব, আমাদের সাংবাদিক বন্ধুরা যাতে একটি ছাতার নিচে থাকতে পারেন সেজন্যই আমাদের এই প্রচেষ্টা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর