
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক পাওয়া জয়পুরহাটের কালাই উপজেলার মেধাবী শিক্ষার্থী শারমিন সুলতানা শিমু। তিনি অস্ট্রেলিয়ায় স্বনামধন্য একাধিক ইউনিভার্সিটিতে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি অর্জনের জন্য ফুল ফান্ডের পিএইচডি স্কলারশিপ পেয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তিনি স্কলারশিপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান সামনে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার পথে পারি জমাবেন। তিন-চার বছর মেয়াদি এসব স্কলারশিপ এ তিনি প্রায় এক কোটি টাকার উপরে শিক্ষা বৃত্তি পাবেন।
শিমুর পরিবার জানান, জয়পুরহাটের কালাই উপজেলার কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেনের কনিষ্ঠ কন্যা। কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি গোল্ডেন জিপিএ ৫, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি গোল্ডেন জিপিএ ৫, পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে বিএসসি (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিসহ প্রথম স্থান (৩.৯৫) অধিকার করায় প্রফেসর ড. নাসিমা জোয়ার্দ্দার স্বর্ণপদক ও বৃত্তি লাভ করেন তিনি।
শিমু জানান, রিসার্চ পাবলিকেশন্স, অ্যাকাডেমিক রেজাল্ট ও আইইএলটিএস স্কোর কে পুঁজি করে অস্ট্রেলিয়ার স্বনামধন্য ৬ টি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় ফুল ফান্ডের স্কলারশিপ পেয়েছি। বাবা-মায়ের দোয়া ও আমার পরিশ্রমে পড়াশোনায় নিজেকে এগিয়ে নিতে পেরেছি। সত্যি বলতে যে পথে কষ্ট বেশি, সে পথেই গন্তব্যে পৌঁছানোর আনন্দ বেশি।
শিক্ষক বাবার আদর্শে অনুপ্রাণিত শিমু সব কিছু ঠিক থাকলে বড় মানের গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের জন্য কাজ করতে চান বলেও জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর