
ময়মনসিংহের ফুলবাড়িয়া বিদ্যালয়ের সম্মুখে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থী তাবাসসুম আক্তার তানিশা (৭) উপজেলার বরুকা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় তারা মিয়ার মেয়ে।
শনিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে ফুলবাড়িয়া টু মুক্তাগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিল ওই শিক্ষার্থী। এ সময় দ্রুতগামী একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহত তানিশার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এমন হৃদয়বিদারক ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের সামনে দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর