
গাজীপুরের কালীগঞ্জে ২০ লিটার মদ তৈরির উপকরণসহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার তুমিলিয়ার দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া লতা পালমা (৪২) ওই এলাকার উজ্জল পালমার স্ত্রী।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুমলিয়ার দ. চুয়ারিয়াখোলা এলাকায় উজ্জল পালমার বাড়িতে অভিযান চালাই। এ সময় লতা পালমার কাছ থেকে ২০ লিটার মদ তৈরির উপকরণ (যাওয়া) উদ্ধার করা হয়। একই সময় তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১) এর ২৬ ধারায় মামলা রজু করা হয়। যার মামলা নং-২৮(১১)২৪। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর