
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জেএন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মকছেদ আলির বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন ধরে ওই কক্ষটি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান কিংবা সংগঠনকে ভাড়া দিয়ে আসছেন। বিনিময়ে ওইসব প্রতিষ্ঠান থেকে টাকা নেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মকছেদ আলী ২০০৯ সালের পর থেকে ওই বিদ্যালয়ের চারতলার ৪০১ নম্বর শ্রেণিকক্ষটি বিভিন্ন এনজিও কিংবা বেসরকারি সংগঠনের কাছে ভাড়া দিতেন। বিনিময়ে ওইসব প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিতেন বিকাশের মাধ্যমে।
শিক্ষক মকছেদ আলী বলেন, সবদিন নয়, ছুটির দিন কিংবা স্কুল ছুটি হয়ে গেলে কিছু প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি দেয়া হয়। তবে ভাড়া হিসেবে নয়, আমি মাঝে মধ্যে নিজেও প্রশিক্ষণ দিয়ে থাকি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক শিক্ষক জানান, মকছেদ আলী বিদ্যালয়ে যোগদানের পর থেকেই শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে আসছেন। প্রায় ১৪ বছর ধরে তিনি এই কাজটি করেছেন। সর্বশেষ গত শনিবারও বিদ্যালয়ের ৪০১ নম্বর কক্ষ স্থানীয় এক এনজিওকে ভাড়া হিসেবে দেন। ৩ দিনব্যাপী ওই এনজিওর প্রশিক্ষণ কর্মশালা হয় সেখানে।
ওই এনজিওর সিনিয়র এক কর্মকর্তা জানান, মাঝে-মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী স্যারের অনুমতি নিয়েই চারতলার একটি কক্ষ ভাড়া নেই। এর বিনিময়ে কিছু টাকা প্রধান শিক্ষক স্যারকে বিকাশে দিই।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর