
বড়োদিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে নেত্রকোনায় পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন 'উপলক্ষ্যে০২৪' উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর সভাপতিত্বে পবিত্র বড়োদিন উপলক্ষে নেত্রকোনা জেলার বিভিন্ন গির্জা ও চার্চের প্রতিনিধিবৃন্দ সাথে বুধবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিভিন্ন গির্জা ও চার্চের প্রতিনিধিবৃন্দ তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন শুভ বড়োদিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে।
এছাড়াও আসন্ন পবিত্র বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বড়দিনের আনুষ্ঠানিকতা চলাকালীন কোন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য বলেন তিনি।
তাছাড়া শুভ বড়োদিন উৎসাহ উদ্দীপনার সাথে উদ্যাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন
পরবর্তীতে পুলিশ সুপার সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও বড় দিনের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃসাহেব আলী পাঠান, এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর