কুমিল্লায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে রুহুল আমিন (৬৫)কে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন সদর দক্ষিণ রামচন্দ্রপুর(পলডারপাড়) এলাকায় মৃত. মুজাফফর মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করছেন সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত কর্মকর্তা) রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লোকমানের ভাই কবিরের ছেলে রাকিব(১০) এর সাথে নিহত রুহুল আমিনের নাতি আবির(৮) এর ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। নিহত রুহুল আমিনের নাতি আবিরের সাথে কবিরের ছেলে রাকিব ব্যাডমিন্টন মাঠে ঝগড়া সৃষ্টি করে। আবির ও রাকিবের ঝগড়া থামানোর চেষ্টায় ব্যর্থ হন রুহুল আমিন(৬৫)। এক পর্যায়ে বিপক্ষদের পক্ষ নিয়ে লোকমান ও কবির হত্যার উদ্দেশ্যে বৃদ্ধ রুহুল আমিনের উপর কিল ঘুসি ও লাঠি দিয়ে আক্রমণ চালালে ঘটনাস্থলে রুহুল আমিন নিহত হন।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত কর্মকর্তা) রফিকুল ইসলাম জানান- ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ থামাতে গিয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর