
ফেনীর সোনাগাজীতে গতকাল রবিবার উপজেলা ও পৌর শাখার কমিটি ঘোষণায় পক্ষে বিপক্ষে মিছিল আর পথ সভা চলছে। এনিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় সদ্য ঘোষিত কমিটির পক্ষে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট বিশাল পথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী নতুন কমিটিকে স্বাগত জানাতে মিছিল নিয়ে ছুটে আসেন।
এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যান, ৯নং নবাব ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল নেতা জহিরুল ইসলাম জহির, ৫নং চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, পৌর বিএনপির সদ্য আহবায়ক মনজুর হোসেন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন কমিশনার, সদস্য সচিব নিজাম উদ্দিন, সদ্য উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী প্রমুখ।
নেতারা সকলকে দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানান। গুটি কয়েক যারা সদ্য কমিটি বাতিলের দাবী তুলেছেন, তাদের গত ১৬ বছর পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সময় কোথায় ছিলেন বলে প্রশ্ন রাখেন। তারা বলেন অনেকে প্রবাস থেকে এসে পদ পদবী চাচ্ছেন, এটা কি ভাবে সম্ভব। অনেক দিন রাত নেশার মধ্যে থাকেন, তারা কি ভাবে বৃহৎ দলের নেতৃত্ব দিবেন। তারা গত ১৬ বছর আরামে আয়েশে নিজ ঘরে ঘুমিয়েছেন। মাঠে আন্দোলনে দেখা যায়নি। আজ এসে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার দুর সাহস দেখাচ্ছেন।
অন্য দিকে একই সময়ে পৌর শহরের ডাকবাংলায় বিক্ষোভ মিছিল ও পথ সভার ডাক দেন পদ পদবি বঞ্চিত নেতারা।
উপস্থিত থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোবারক হোসেন দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম ও হাসান মাহমুদ, সাবেক যুবদল নেতা জসিম উদ্দিন লন্ডনি, সাবেক যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবির প্রমুখ।
বঞ্চিত অংশের নেতারা বলেন, আমরা অসাংবিধানিক, অগণতান্ত্রিক কমিটি মানি না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিল না করলে সোনাগাজীকে অচল করে দেওয়া হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি হতে হবে।
উভয়ের ৩শত মিটার দূরত্বে পথ সভা ও মিছিলকে গিরে পৌর শহরে উত্তেজনা দেখা দেয়। একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান তৈরি করার চেষ্টা করে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত আই শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় উত্তেজনা দেখা দিলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর