
রাজবাড়ীর পাংশায় ভ্রাম্যমাণ আদালতে জাফর খাঁ (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮) ডিসেম্বর পাংশা রেলগেট এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। মাংস ব্যবসায়ী জাফর খাঁ উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হোসেন খাঁ'র ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান রুবেল।
জানা যায়, পাংশা পৌর শহরের রেলগেট এলাকায় গরুর মাংসে রক্ত মিশিয়ে ও ফ্রিজে সংরক্ষণ করা মাংস এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা ভঙ্গের অপরাধে মাংস ব্যবসায়ী তার দোষ স্বীকার করায় ১ লক্ষ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, পাংশা মডেল থানার এসআই সাজিদ ও সঙ্গীয় ফোর্স। এসময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর তৈয়বুর রহমান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর