
মানিকগঞ্জে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনের পিঠার দোকান থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়।
এরপর সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার ভাড়াবাড়ি থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পিঠার দোকানের মালিক মো. শহিদ বলেন, গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অপরিচিত এই ব্যক্তিকে আমার দোকানের পাশদিয়ে ঘুরাঘুরি করতে দেখেছিলাম। পরে রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। দোকানের চারপাশ খোলা থাকায় রাতে মনে হয় এই ব্যক্তি দোকানের ভিতরে এসে ঘুমিয়েছিল।
পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, লাশের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ এসে মান্নান মোল্লার বাড়াবাড়ি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। এর আগে ২২ তারিখ অজ্ঞাত ব্যক্তিসহ তিনজন মান্নান মোল্লার ভাড়াবাড়ির একটি ইউনিট ভাড়া নেয়। মালিকপক্ষ তাদের ঘর বুঝিয়ে দেওয়ার পরদিন থেকে সে বাসায় তালা ঝুলছিল।
অজ্ঞাত মৃত ব্যক্তি বাসা ভাড়া নেওয়া ব্যক্তিদের একজন। ভাড়া নেওয়া বাসাটি থেকেই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। বাসা ভাড়া নেওয়ার সময় বাড়ি মালিককে কোন জাতীয় পরিচয় পত্র জমা না দেওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, পৃথক দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর