
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে এলাকায় চার শতাধিক স্থানীয় গরীব,দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এ উপলক্ষ্যে উপজেলার শলুকাবাদ ইউনিয়নের কাপনা এলাকায় অবৈধ অনুপ্রবেশ,চোরাচালান ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে জনসচেতনতা মূলক সভার আয়োজন করা হয়।
সভায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, বিশ্বম্ভপুর থানার অফিসার ইনচার্জ, স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, ভুলুরা ও চিনাকান্দি এলাকার গ্রামবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে গরীব,দুস্থা ও শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেন।
সভায় জেলার ডুলুরা এবং চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধে প্রদানের লক্ষ্যে সভায় অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধ ভাবে পাথর উত্তোলন, সীমান্তে শূন্য লাইনে গবাদি পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকরে স্থানীয় জনসাধারণকে প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন,অসহায় মানুষের পাশে কম সংখ্যক সামর্থ্যবান মানুষ জনকে দাঁড়াতে দেখা যায়। আজ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারায় ভাল লাগছে। আমরা আজ ৪শত জনের মধ্যে শীতের এই কম্বল বিতরণ করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের এই কার্যক্রম আরও অব্যাহতি থাকবে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর