গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রেম করে বিয়ের চারদিন পরই এক নববিবাহিত বর আত্মহত্যা করেছেন। জানা গেছে, স্ত্রীর উর্ণা ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে তিনি এই দুঃখজনক সিদ্ধান্ত নেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জানেরচালা গ্রামের আবু সাঈদের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, জানেরচালা গ্রামের রতন মিয়ার মেয়ে রুমা এবং একই গ্রামের আবু সাঈদের ছেলে সিয়ামের মধ্যে দীর্ঘদিনের গভীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে তারা গত রবিবার (৫ জানুয়ারি) পারিবারিকভাবে বিয়ে করেন।
বিয়ের পর সিয়ামের বাবা নবদম্পতিকে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে সংসার শুরু করলেও, চারদিনের মাথায় বুধবার দুপুরে সিয়াম তার ঘরের ধর্ণার সাথে স্ত্রীর উর্ণা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিয়ামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রুজু হয়েছে।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সিয়াম ও রুমার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রেমময় ছিল। হঠাৎ এমন ঘটনার জন্য এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে এই আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর